Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হাট-বাজার

গোয়ালমারী ইউনিয়নে দুটি বাজার অবস্থিতঃ-

০১। ঐতিহাসিক গোয়ালমারী বাজার।

বিবরণঃ- গোয়ালমারী বাজারটি ঐতিহাসিক খিরাই নদীর কোল ঘেষে অবস্থিত। বাজারে নদী পথ এবং সড়ক উভয় পথ দিয়ে প্রবেশ করা যায়। বাজারের বেশির ভাগ অংশই মালিকা। বাজারে সরকারি ভারে নির্মিত দুটি সেড। বাজারটি উত্তর দিকে চৌধুরী বাড়ী, দক্ষিণে গোয়ালমারী গ্রাম, পূর্বে লামচরী ও মহন্থন এবং পশ্চিমে খিরাই নদী পর্যন্ত বিস্তৃত। শুক্রবার ও সোমবার দিন হাট বসে। হাটের দিন দূর-দূরান্ত থেকে বিভিন্ন দোকানীরা হরেট রকম মালামাল বিক্রি করতে আসে।

 

০২। ঐতিহাসিক জুরানপুর বাজার।

বিবরণঃ- জুরানপুর বাজারটি আমাদের উপজেলার মাননীয় এম. পি মহোদয়ের বাড়ী সংলগ্ন অবস্থিত। বাজারের পাশেই জুরানপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজ। এই বাজারে রয়েছে বিভিন্ন দোকান।