মামলা নং-০৪/২০১৪
মামলা দায়ের-৩১/০৩/২০১৪
রায়ের তারিখঃ অদ্য ০৭/০৪/২০১৪ইং মামলার বাদী এবং বিবাদীগণ উপস্থিত। নিয়মানুসারে গ্রাম আদালত গঠন করে বিচার কার্য শুরু করা হয়। বাদী ও বিবাদীগণের জবান বন্দি শুনা হলো। ২জন স্বাক্ষী স্বাক্ষ্য দিলেন। বাদী, বিবাদীর জবান বন্দি ও স্বাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে আদালত এই মর্মে রায় প্রদান করে যে, মামলায় উল্লেখিত চারা গাছ কাটা/ বিনস্ট ও বাদীকে মারধর করার ঘটনা সত্য। তাই আদালত বিবাদীগণকে ১০,০০০/-(দশ হাজার) টাকা জমিরমানা করা নির্দেশ প্রদান করেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS