Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খাল - নদী

গোয়ালমারী ইউনিয়নের গোয়ালমারী গ্রাম ও দক্ষিণ নছরুদ্দি গ্রামের মাঝে দিয়ে ঐতিহ্যবাহী খিরাই নদী বয়ে গেছে। এছাড়া গোয়ালমারী ইউনিয়নের বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে খিরাই নদীর শাখা গুলো খাল হয়ে বয়ে গেছে। খিরাই নদীটি গোয়ালমারী, দক্ষিণ নছরুদ্দি, জামালকান্দি, কামাইরকান্দি, মিনারদিয়া হয়ে উত্তর টিলী দিয়ে পাশ্র্ববর্তী পাঁচগাছিয়া (পশ্চিম) ও পদুয়া ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কালাইরকান্দি, মহন্থন, লামচরী, দৌলতেরকান্দি ও সেন্দি হয়েও সুন্দলপুর ইউনিয়ন দিয়ে কিছু খাল পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এসব নদী ও খালের পানি দিয়ে কৃষক কৃষি কাজ করছে এবং বেশ কিছু জেলের জীবিকা নির্বাহ হয় এই সব নদী ও খালের উপর নির্ভর করে। তবে বর্তমানে কিছু অসাধু ব্যক্তির স্বার্থ সিদ্ধ করার জন্য এসব নদী ও খালের অধিকাংশই দখল করে নদী ও খালের স্বাভাবিক প্রবাহে বাধার সৃষ্টি করছে। যার ফলে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি অতিরিক্ত পানি আকারে প্রবাহিত হয়ে বন্যার সৃষ্টি করছে।