ক) নাম – ১৪নং গোয়ালমারী ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন – ৯.৮১(বর্গ কিঃ মিঃ)
গ) লোকসংখ্যা – ৩০২৮৮ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা – ১৯ টি।
ঙ) মৌজার সংখ্যা – ১৮টি
চ) হাট/বাজার সংখ্যা -২ টি।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।
জ) শিক্ষার হার – ৭৯%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৯টি,
বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৪টি,
উচ্চ বিদ্যালয়ঃ ৩টি,
কলেজ-১টি,
মাদ্রাসা- ৩টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মান্নান প্রধান
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।
ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – গোয়ালমারী চৌধুরী বাড়ি।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল – নাই
ড) নব গঠিত পরিষদের বিবরণ –
১) শপথ গ্রহণের তারিখ – ১১/০১/২০২২ইং
২) প্রথম সভার তারিখ – ১৯/০১/২০২২ইং
৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ১৮/০১/২০২৭ইং
ঢ) গ্রাম সমূহের নাম –
১। কালাইরকান্দি ২। নয়াকান্দি ৩। ঢুণী নছরুদ্দি ৪। গোয়ালমারী ৫। দ: নছরুদ্দি ৬। জামালকান্দি ৭। কামাইরকান্দি ৮। মহন্থন ৯। লামচরী ১০। দৌলতেরকান্দি ১১। সেন্দি ১২। গাবুরাকান্দি ১৩। ঝাউতলী ১৪। জুরানপুর ১৫। বারারচর ১৬। মিনারদিয়া ১৭। হাউষদি ১৮। উত্তর টিলী ১৯। দক্ষিণ টিলী
হাউসদি উঃ টিলী দঃ টিলী ইউনিয়ন পরিষদ জনবল –
১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।
৩) ইউনিয়ন হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর-১জন।
৪) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস